Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫,

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৪, ২০২৫, ০১:৪৬ পিএম


গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর আশ্বাসে সড়ক ছাড়েন বিক্ষুব্ধ শ্রমিকরা।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০ টার দিকে জেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টিএনটি এলাকায় এ অবরোধ ঘোষণা করেন স্থানীয় পোশাক কারখানার শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, গতমাসের বকেয়া বেতন ও ঈদের আগে বোনাস দেয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা করছে না। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে কারখানার মালিকপক্ষ কোনো আলোচনা না করায় এক পর্যায়ে সড়কে নেমেছেন শ্রমিকরা।

খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এক পর্যায়ে সেনাবাহিনীর পক্ষ থেকে শ্রমিকদের দাবি আদায়ে আশ্বস্ত করলে দুপুর ১২ টার ৪০ মিনিটের দিকে তারা সড়ক ছেড়ে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

বিআরইউ

Link copied!