Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫,

শীর্ষ সন্ত্রাসী ইকবাল গ্রেপ্তার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৫, ০৩:০৭ পিএম


শীর্ষ সন্ত্রাসী ইকবাল গ্রেপ্তার

দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত শীর্ষ সন্ত্রাসী ইকবালকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফ, এসআই আক্তার, এএসআই নিজাম উদ্দিন ও এএসআই রনি বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল তাতুয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইকবাল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাতুয়াকান্দি, হায়দরনগর ও পাইকারচরসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, বোমা বিস্ফোরণ, অস্ত্র আইন, ডাকাতি ও নারী নির্যাতনসহ ২৮টি মামলা রয়েছে, যার মধ্যে ১০টি মামলা বর্তমানে চলমান।

এলাকাবাসীর অভিযোগ, ইকবালের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী গড়ে উঠে, যারা মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তার ভয়ে অন্তত ২৫টি পরিবার গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সকালে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, "সন্ত্রাস নির্মূলে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ইকবালকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

ইএইচ

Link copied!