ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৫, ০৪:২২ পিএম
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৫, ০৪:২২ পিএম
টাঙ্গাইলের ভূঞাপুরে শখের বসে মাছ চাষ শুরু করেছিলেন জাকারিয়া হোসেন (৩২)। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে কয়েক বছর ধরে পরিশ্রম করছিলেন, কিন্তু এক রাতের মধ্যেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। দুর্বৃত্তদের দেওয়া বিষে তার পুকুরের সব মাছ মরে গিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
জাকারিয়া ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলীয়া পূর্বপাড়ার বাসিন্দা ও মৃত আব্দুর বারীকের ছেলে। কয়েক বছরের জন্য ৮০ হাজার টাকা চুক্তিতে পুকুরটি নিয়ে মাছ চাষ শুরু করেছিলেন তিনি। নিয়মিত পরিচর্যা করে ১০ প্রজাতির মাছ পালন করছিলেন।
গত ১২ মার্চ রাতে কে বা কারা তার পুকুরে বিষ ঢেলে দেয়। সকালে তিনি গিয়ে দেখেন, পানির ওপরে ভেসে রয়েছে হাজার হাজার মৃত মাছ। এই ঘটনায় তিনি হতবাক হয়ে পড়েন এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানান।
এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় যুবক কাইয়ুম বলেন, "জাকারিয়ার মাছচাষের সফলতা দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছিলাম। যারা এ কাজ করেছে, তারা অত্যন্ত অমানবিক।"
ভুক্তভোগী জাকারিয়া হোসেন বলেন, "আমার সব সঞ্চয় বিনিয়োগ করেছিলাম। কিন্তু এক রাতের মধ্যেই সব শেষ হয়ে গেল। কারা এই শত্রুতা করল, বুঝতে পারছি না। আমি এর সঠিক বিচার চাই।"
এ বিষয়ে ভূঞাপুর থানার এএসআই সুমন জানান, "ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ওসি স্যারকে জানানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
ইএইচ