Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫,

বোয়ালমারীতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৫, ০৪:৩৬ পিএম


বোয়ালমারীতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া এলাকায় ২য় শ্রেণীর (৭) ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।

মামলাটি (১২ মার্চ) রাতে নথিভুক্ত করা হয়। মামলা নাম্বার ১১।

ওই শিশু মজুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীতে পড়াশোনা করে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১১ মার্চ বিকাল সাড়ে ৫টার দিকে ওই ছাত্রী বাড়ির পশ্চিম পাশে মাঠে গেলে একই গ্রামের বুধই শেখ (৬০)। সুকৌশলে শিশু ছাত্রীকে ডেকে ঘাসের জমিতে নিয়ে পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর চিৎকারে লোকজন ছুটে আসলে বুধই শেখ পালিয়ে যাই।

পরে শিশুর বাবাসহ অভিভাবকরা বিষয়টি শুনতে গেলে তাদেরকে মারধর করে আহত করে। কোন উপায়ান্তর না পেয়ে শিশুর বাবা মো. নুর ইসলাম (৪৫) বাদী হয়ে ১২ মার্চ থানায় মামলা করেন। আসামিরা পলাতক রয়েছে।

থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান বলেন, ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!