বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৫, ০৪:৪৩ পিএম
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৫, ০৪:৪৩ পিএম
ফরিদপুরের বোয়ালমারীতে আলু বোঝাই ট্রাকের চাপায় বাকিয়ার মল্লিক (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় পথচারী জালাল মিয়া (৬৭) গুরুতর আহত হন।
তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে একটি আলু বোঝাই ট্রাক বোয়ালমারী যাওয়ার পথে মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কানখরদী বাসস্ট্যান্ডে বাকিয়ার মল্লিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং পথচারী জালাল মিয়া আহত হন।
ঘটনার পরপরই চালক দ্রুত ট্রাকটি চালিয়ে বোয়ালমারী বাজারের একটি আলুর আড়তে নিয়ে গিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
বোয়ালমারী থানার এসআই আব্দুর রশিদ জানান, "আলু বোঝাই ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আমরা ট্রাকটি জব্দ করেছি, তবে চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
ইএইচ