Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫,

দৌলতদিয়া পতিতালয়ে অভিযান, হেরোইনসহ আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৫, ০৫:১৬ পিএম


দৌলতদিয়া পতিতালয়ে অভিযান, হেরোইনসহ আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে ৭৫ পুরিয়া হেরোইনসহ মো. আজগর শেখ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি গোয়ালন্দ ঘাট থানার সোহরাব মণ্ডল পাড়ার মৃত কুটি শেখের ছেলে।

শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় এসআই মো. ফরিদ মিয়া ও তার সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

অভিযানে উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর লতিফের বাড়ির সামনে গলির রাস্তা থেকে আজগর শেখকে হেরোইনসহ আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আজগর শেখের বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে সাতটি মামলা বিচারাধীন রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরে তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন মাদকবিরোধী অভিযানে আরও কঠোর হওয়ার আশ্বাস দিয়েছে।

ইএইচ

Link copied!