Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫,

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৫, ০৫:২০ পিএম


বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ

ইসলাম, আলেম-উলামা ও ঐতিহাসিক শহীদী মসজিদ ও আলজামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা আতহার আলীকে (রহ.) নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের কটূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর আলজামিয়াতুল ইমদাদিয়ার প্রাক্তন ছাত্র ও তৌহিদী জনতার উদ্যোগে ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদী মসজিদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আল্লামা আশরাফ আলী থানভী (রহ.)-এর বিশিষ্ট খলিফা শায়খুল ইসলাম আল্লামা আতহার আলীকে (রহ.) নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের জন্য বিএনপি নেতা ফজলুর রহমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায়, আরও বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন তারা।

বক্তারা ফজলুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন এবং প্রয়োজনে সারাদেশে আরও বৃহৎ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

ইএইচ

Link copied!