Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫,

সাহিদাবাদ-নালিকাটা বর্ডার হাট: সাত মাস ধরে বন্ধ কার্যক্রম, বিপাকে ব্যবসায়ীরা

আবু জাহান তালুকদার, তাহিরপুর

আবু জাহান তালুকদার, তাহিরপুর

মার্চ ১৪, ২০২৫, ০৭:০২ পিএম


সাহিদাবাদ-নালিকাটা বর্ডার হাট: সাত মাস ধরে বন্ধ কার্যক্রম, বিপাকে ব্যবসায়ীরা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত হাট সাত মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। কবে চালু হবে, তা নিয়ে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারছে না।

৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর হাটে কেনাবেচার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে বিপাকে পড়েছেন বাংলাদেশী অংশের ২৪ জন তালিকাভুক্ত ব্যবসায়ী।

ব্যবসায়ীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হাট বন্ধ থাকার কারণে লাখ লাখ টাকার ভারতীয় পণ্য বাংলাদেশী ব্যবসায়ীদের কাছে পড়ে আছে। চাইলেও এসব ভারতীয় পণ্য স্থানীয় বাজারে বিক্রি করা যাচ্ছে না। এই অবস্থায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। পুনরায় হাট চালু না হওয়া পর্যন্ত এসব পণ্য বিক্রি ও মূলধন ফিরে পাওয়ার বিষয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

জানা গেছে, ২০১৮ সালে আনুষ্ঠানিক এক চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য প্রসারের লক্ষ্যে সীমান্ত হাট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ ও ভারতের নালিকাটা এলাকায় সীমান্তের শূন্যরেখায় ২০২৩ সালের ২৪ মে এ হাট চালু হয়। সপ্তাহের প্রতি বুধবার এ সীমান্ত হাট বসে।

হাটে বাংলাদেশ ও ভারত উভয় দেশের ২৪ জন করে ৪৮ জন তালিকাভুক্ত বিক্রেতা ও ৫০০ জন করে ক্রেতা রয়েছেন।

সীমান্ত হাট ব্যবসায়ী লোকাল কমিটির সভাপতি বিল্লাল হোসেন বলেন, "বন্ধ থাকা এ হাট পুনরায় চালু হওয়ার প্রক্রিয়া কিছুদিন আগে শুরু হয়েছিল। পরে অজানা কারণে এ প্রক্রিয়া আবার বন্ধ হয়ে যায়। কবে চালু হবে, কেউই সঠিকভাবে বলতে পারছে না।"

এ প্রসঙ্গে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল বলেন, "এটি দু‍‍`দেশের রাষ্ট্রীয় একটি বিষয়। পুনরায় হাটের কার্যক্রম চালুর বিষয়ে কোন তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে নেই। এর বেশি কিছুই বলা যাচ্ছে না।"

ইএইচ

Link copied!