বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ১২:৪৪ এএম
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ১২:৪৪ এএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান পলাশ বলেন, “বাঞ্ছারামপুরকে একটি মাদকমুক্ত ও শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এই অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করছি। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে।"
ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়েরের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসা, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন, সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকরী সেলিম, দপ্তর সম্পাদক মো. কামাল আহমেদ, মহিলা সম্পাদক নাহিদ সুলতানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তারেক রহমানের নেতৃত্বে দলকে ঐক্যবদ্ধ রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইএইচ