Amar Sangbad
ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫,

ভারত থেকে আসছিল অস্ত্র-গুলি, আটক করল বিজিবি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৫, ২০২৫, ১১:১৭ এএম


ভারত থেকে আসছিল অস্ত্র-গুলি, আটক করল বিজিবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তপথে ভারত থেকে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক করেছে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ন বিজিবি। 

শুক্রবার (১৪ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার ৯৮৫/৩ এস-এর কাছ  থেকে এই অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাঙ্গা বিওপির বিশেষ টহলদল গোপনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন কিছু ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখলে তাদের আটকের চেষ্টা করে।

এ সময় তারা সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৮ লাখ ২৬ হাজার ২০০ টাকা দামের পাঁচটি ভারতীয় এনএক্স-২০০ এথেনাগান, একটি পিস্টন এসেম্বলি, ৩৩ হাজার ১০০ রাউন্ড ভারতীয় সিসার গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। 

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক অস্ত্র ও গোলাবারুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অস্ত্রপাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতিমধ্যে প্রতিটি বিওপির সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

বিআরইউ

Link copied!