Amar Sangbad
ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫,

বরিশালে উৎসবমুখর পরিবেশে দোল পূর্ণিমা উদযাপন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মার্চ ১৫, ২০২৫, ০১:৪২ পিএম


বরিশালে উৎসবমুখর পরিবেশে দোল পূর্ণিমা উদযাপন

সারা দেশের মতো বরিশালেও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘দোল পূর্ণিমা’ বা হোলি উৎসব আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।

রমজান মাসের পবিত্রতা বিবেচনায় নিয়ে এবছর স্বল্প পরিসরে নগরীর শ্রীশ্রী শংকর মঠসহ বিভিন্ন মন্দিরে এই উৎসব উদযাপন করা হয়।

শনিবার সকালে বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে দোল উৎসবের সূচনা হয়। এরপর ভক্তরা একে অপরের গায়ে আবির মেখে আনন্দ ভাগাভাগি করেন।

তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ আবির রঙে নিজেদের রাঙিয়ে তোলেন এবং হোলির আনন্দে মেতে ওঠেন।

উৎসবকে ঘিরে বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশের প্রার্থনা করেন।

পূজা ও কীর্তন ছাড়াও নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশালে দোল পূর্ণিমার উৎসব উদযাপিত হয়। সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ইএইচ

Link copied!