ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ০২:২৯ পিএম
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ০২:২৯ পিএম
সুনামগঞ্জের ধর্মপাশায় ‘ডেবিল হান্ট’ অভিযানে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মোবারক হোসেন রুবেল ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি পল্লী চিকিৎসক ও গাছতলা বাজারে ফার্মেসি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এলাকাবাসীর মতে, তিনি একজন ভালো ও ভদ্র ব্যক্তি হিসেবে পরিচিত।
তার পরিবারের দাবি, কোনো মামলার ভিত্তি ছাড়াই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, মোবারক হোসেন রুবেল আগে থেকেই একটি নিয়মিত মামলার আসামি ছিলেন। বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ইএইচ