তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ০২:৪৭ পিএম
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ০২:৪৭ পিএম
সাতক্ষীরার তালা উপজেলায় ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে পারিবারিক সহিংসতা রোধে এক প্রচারমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় খলিলনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সিনিয়র দায়রা জজ ও লিগ্যাল এইড অফিসার মুহাম্মদ নাসির উদ্দীন ফরাজী।
ভূমিজ ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক (ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর) অঞ্জন কুমার দে-এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা, অ্যাডভোকেট মনির উদ্দিন, খলিলনগর সিটিজেন কমিটির সভাপতি শহিদুল্লাহ গাজী, ইউপি সচিব শেখ রেজাউল করিম এবং ইউপি সদস্য লিয়াকত মোড়ল, শাহাদাত হোসেন, শেখ আবদুল আজিজ, আওরঙ্গজেব, মহিলা ইউপি সদস্য নাসিমা খাতুন, পারভীন আখতার ও শিরিনা সুলতানা।
আলোচনায় বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মৌলিক অধিকার রক্ষা করতে হবে। সংবিধানে দেশের সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে। লিগ্যাল এইড সেবা সহজ করতে অনলাইনে আবেদন দাখিল ও হটলাইনে অভিযোগ করার সুযোগ রয়েছে, এবং এই সেবার জন্য কোনো প্রকার অর্থ ব্যয় করতে হয় না। তারা আরও বলেন, দেশে মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রবণতা বেশি, যা থেকে বেরিয়ে আসতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ইএইচ