ফেনী প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ০৩:১৮ পিএম
ফেনী প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ০৩:১৮ পিএম
ফেনীতে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।
শনিবার সকাল ৮টায় শহরের ডা. সাজ্জাদ হোসেন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফেনী জেলার স্থায়ী, অস্থায়ী এবং ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র মিলিয়ে মোট ১,১৩৭টি কেন্দ্রে ০৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ বছর জেলায় দুই লাখ ২০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচ