নাটোর প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ০৩:৩১ পিএম
নাটোর প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ০৩:৩১ পিএম
নাটোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে।
শনিবার সকাল ১০ টায় জেলার প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে নাটোর আধুনিক সদর হাসপাতালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ক্রাইম) মো. একরামুল হক, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন জানান, জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
জেলার এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন একযোগে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি কেন্দ্রে একজন স্বাস্থ্য কর্মী এবং দুইজন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।
ইতোমধ্যে এসব স্বাস্থ্য কর্মী এবং স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কেন্দ্রগুলোতে শিশুদের উপস্থিতি নিশ্চিত করতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদসমূহে এবং স্থানীয়ভাবে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে।
ইএইচ