গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ০৩:৫০ পিএম
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ০৩:৫০ পিএম
রাজশাহীর গোদাগাড়ীতে ৫ কেজি হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোর সাড়ে ৬টায় গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমীনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়স্থ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পশ্চিমপার্শ্বে অভিযান চালায়। সেখানে দুই নারী মাদক ব্যবসায়ী হেরোইন নিয়ে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং দেহ তল্লাশি করে ৫ কেজি হেরোইন উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি গ্রামের আবুল কাশেমের স্ত্রী মোসা. নাজমা (৫৩) এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী মোসা. তাহমিনা বেগম মিনু (৫৫)।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন বলেন, "এই দুই নারী দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হেরোইন ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।"
ইএইচ