পিরোজপুর প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ০৪:২৯ পিএম
পিরোজপুর প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ০৪:২৯ পিএম
পিরোজপুর সদর উপজেলার ৬ নম্বর শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে কুমিরমারা আশ্রয়ন প্রকল্প সংলগ্ন মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ৬ নম্বর শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত উদ্দিন বেপারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন মল্লিক নাসির।
ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তহিদুল ইসলাম তৌহিদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি নজিবুল ইসলাম, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাদি হাসান মেহেদী, এবং ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, মৎস্যজীবী দল, কৃষকদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও পিরোজপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুদ কবির।
দোয়া অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয় এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
ইএইচ