নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
মার্চ ১৫, ২০২৫, ০৫:৫৩ পিএম
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
মার্চ ১৫, ২০২৫, ০৫:৫৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিন মাদক কারবারিকে ১০২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ।
শনিবার (১৫ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামের একটি বসতঘরে অভিযান পরিচালনা করে।
অভিযানে হারুন মিয়া (৩৬), পিতা-সহিদ মিয়া; মো. লিটন মিয়া (৪৩), পিতা- মো. তাজুল ইসলাম, মাতা-মৃত রহিমা বেগম; মো.নুর উদ্দিন (২৭), পিতা- মৃত আ. আলীম নামের তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
বিশেষ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ খাইরুল আলমের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. কুদ্দুস আলী, এসআই (নিরস্ত্র) মো.কামাল, এএসআই (নিরস্ত্র) মো. আল আমিন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। নাসিরনগর থানাধীন ১৩নং ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বসতঘর তল্লাশি করে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় নিয়ে আসা হয়েছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিআরইউ