নুরুল ইসলাম সুমন, চকরিয়া
মার্চ ১৫, ২০২৫, ০৬:৫৬ পিএম
নুরুল ইসলাম সুমন, চকরিয়া
মার্চ ১৫, ২০২৫, ০৬:৫৬ পিএম
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনায় শতবর্ষী চাঁন্দগাজি সিকদার পাড়া জামে মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
মসজিদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটেছে, এতে তিনজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন- মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মুসল্লী ফরহান সাদেক ইমু ও বোরহান উদ্দিন। তারা বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ জুমার নামাজের পর মসজিদের আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় প্রথম দফায় বাধা সৃষ্টি করা হয় এবং হামলার চেষ্টা করা হয়। এরপর ১৪ মার্চ জুমার নামাজের পর দান করা অর্থের হিসাব নিয়ে পুনরায় উত্তেজনার সৃষ্টি হয়। এসময় একদল দুর্বৃত্ত মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় মুসল্লীদের ওপর হামলা চালায়।
আহত মনিরুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে মসজিদ পরিচালনা করে আসছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল মসজিদের কর্তৃত্ব দখল করতে চায় এবং পরিকল্পিতভাবে উশৃঙ্খল যুবকদের ব্যবহার করে হামলা চালিয়েছে। মুসল্লিদের ওপর মসজিদের ভেতরেই হামলা চালানো হয়।”
তিনি আরও জানান, হামলায় নেতৃত্ব দেন স্থানীয় যুবক মো. বরাত, রেজাউল করিম বুটান ও শহীদুল ইসলাম বাবুসহ কয়েকজন। হামলার সময় স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় চকরিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মনিরুল ইসলাম।
চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, মসজিদ নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
ইএইচ