তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ০৭:০৬ পিএম
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ০৭:০৬ পিএম
সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে "যাকাত ও ওশর" শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২টায় তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মফিদুল্লাহ’র সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী’র সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা টিম সদস্য ডা. আবতাব উদ্দীন, উপজেলা নায়েবে আমীর মাওলানা মাছুম বিল্লাহ, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক এবং মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আয়ুব আলী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, "কোরআন ও সুন্নাহর নির্দেশিত পথে পরিচালিত জীবন গঠনের মাধ্যমে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছেন, যা তাকওয়া অর্জন ও দান-সাদকার গুরুত্ব তুলে ধরে। সবার উচিত আল্লাহর বিধান মেনে চলা এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখা।"
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইএইচ