Amar Sangbad
ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫,

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা

এম এ রহমান, যশোর

এম এ রহমান, যশোর

মার্চ ১৫, ২০২৫, ০৭:২২ পিএম


যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে নির্বাচিত সরকার হিসেবে অভিহিত করেছেন দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।

শনিবার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখা আয়োজিত ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তরুণদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন।

ফরহাদ মজহার বলেন, “শুধু ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয় না—এ ধারণা ভুল। গণঅভ্যুত্থানই গণতন্ত্রের প্রকৃত প্রকাশ। জনগণের ইচ্ছায় ড. ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে, তাই এটিই নির্বাচিত সরকার।”

তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতা-সৈনিকদের গণঅভ্যুত্থান সফল হয়েছে, তবে ফ্যাসিবাদী সংবিধান বহাল থাকায় প্রতিবিপ্লবের আশঙ্কাও রয়ে গেছে। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণরা একের পর এক ভুল করছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “তরুণরা প্রথম ভুল করেছে চুপ্পুর কাছে শপথ নিয়ে। এখন তারা মধ্যপন্থী রাজনৈতিক দল করতে চাইছে, যা আরেকটি বড় ভুল।”

ফরহাদ মজহার বলেন, “মধ্যপন্থা আসলে সুবিধাবাদ। তরুণদের দল হতে হবে সকল ধরনের ফ্যাসিবাদবিরোধী—শুধু বাঙালি জাতিবাদের বিরোধিতা নয়, ধর্মীয় ফ্যাসিবাদসহ সব ধরনের পরিচয়বাদী রাজনীতির বিরুদ্ধেও অবস্থান নিতে হবে। আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াতের মতো দল গঠনের জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি।”

ভারত ক্রমাগত উসকানি দিচ্ছে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, “আগামীতে বড় সংকট আসতে পারে। নিজেদের মধ্যে হানাহানি না থামালে পরাজিত ফ্যাসিবাদীরা দিল্লির সহায়তায় ফিরে আসতে পারে। ইতোমধ্যে আছিয়া ধর্ষণ ও মৃত্যুর ঘটনা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে।”

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, “অভ্যুত্থানে হাজার হাজার নারী অংশ নিয়েছিলেন, কিন্তু এখন তারা কোথায়? কেন আমরা তাদের সামনে আনতে পারছি না?”

তিনি প্রশ্ন তোলেন, “মুহাম্মদ (সা.)-এর সময় নারীরা মসজিদে যেতেন, যুদ্ধ করতেন। তাহলে আজ কেন তাদের ঘরে বন্দি করার চেষ্টা চলছে?”

বিদ্যমান সংবিধান নিয়ে তিনি বলেন, “সত্তরের নির্বাচন পাকিস্তানের সংবিধান রচনার জন্য হয়েছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর নতুন সংবিধান তৈরি করা হয়, যা জনগণের ম্যান্ডেটের বাইরে ছিল। তাই সেখানে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের পরিবর্তে ভিন্ন মূলনীতি যোগ করা হয়েছে।”

বিএনপির নির্বাচন নিয়ে তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, “ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিএনপি বঙ্গোপসাগরে ডুবে যাবে। সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক জগতে দলটির কোনো কার্যক্রম নেই।”

তবে তিনি বেগম খালেদা জিয়ার আপসহীন মনোভাবের প্রশংসা করে বলেন, “তার অবস্থান ও সংগ্রাম গণঅভ্যুত্থানকারীদের শক্তি জুগিয়েছে, তাই বিজয়ের পরপরই তাকে মুক্ত করা হয়।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরের আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন লেখক ও অ্যাক্টিভিস্ট বেনজীন খান, এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ, মোহাম্মদ রোমেল প্রমুখ।

ইএইচ

Link copied!