বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ০৮:২৪ পিএম
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ০৮:২৪ পিএম
বরিশালের বাকেরগঞ্জে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিল নেতাকর্মীদের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়েছে।
শনিবার সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দারের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি দক্ষিণের আহ্বায়ক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি দক্ষিণের সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহিন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন জোমাদ্দার, সদস্য সচিব নাছির হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জিয়াউল আহসান জুয়েল সিকদার, মিজানুর রহমান চুন্নু, জাহাঙ্গীর আলম দুলাল, পৌর বিএনপি নেতা আলিম জোমাদ্দার, কাজী শাহআলম, উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন প্রমুখ।
ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং দেশ-জাতি সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইএইচ