ভূরুঙ্গামারী প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ০৯:০০ পিএম
ভূরুঙ্গামারী প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫, ০৯:০০ পিএম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানী গ্রাম থেকে মোটরসাইকেলে ২০০০ পিস ইয়াবা বহন করে ভূরুঙ্গামারীর উদ্দেশ্যে রওনা হওয়া একদল মাদক কারবারিকে ধাওয়া করে বিজিবি সদস্যরা।
শনিবার বিকাল আনুমানিক ৫ টার দিকে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহলকারী দলের ভিআইপি মামুন মইদাম কলেজ পার হয়ে আনন্দ বাজার এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় তারা মোটরসাইকেল ও ইয়াবা ফেলে দৌড়ে পালিয়ে যায়।
অভিযানে মোট ২০০০ পিস ইয়াবার মধ্যে ৫ পিস ভেঙে যায়, তবে বাকি ইয়াবা ও মোটরসাইকেলটি জব্দ করে বিজিবি সদস্যরা দিয়াডাঙ্গা ক্যাম্পে নিয়ে যান।
এর আগে, শুক্রবার একই ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারত থেকে আসা অবৈধ অস্ত্রের একটি চালান জব্দ করে। বিজিবি সূত্রে জানা গেছে, মাদক ও অবৈধ অস্ত্র পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি`র পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ