ঝালকাঠি প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৫, ০৩:১৩ পিএম
ঝালকাঠি প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৫, ০৩:১৩ পিএম
ঝালকাঠি জেলা কৃষক লীগ সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল মন্নান রসুলকে বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলায় আদালত কারাগারে পাঠিয়েছেন।
রোববার সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. রহিবুল ইসলাম তার জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আ. মান্নান রসুল ৫ আগস্টের পাটপরিবর্তনের পর আত্মগোপনে চলে যান। ঝালকাঠি জেলা বিএনপি অফিসে বোমা বিস্ফোরণ, জেলা বিএনপির সদস্য সচিবের বাসায় হামলা, আইনজীবী সমিতিতে বোমা বিস্ফোরণসহ একাধিক হামলা ও ভাংচুরের ঘটনায় তার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় ৬টি মামলা দায়ের হয়।
এর মধ্যে ১৯ ও ২০ জানুয়ারি হাইকোর্ট থেকে তিনি ৮ সপ্তাহের আগাম জামিন লাভ করেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তিনটি মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকী তিন মামলার শুনানি আগামী ১৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।
আ. মান্নান রসুলের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বনি আমীন বাকলাই। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন।
ইএইচ