Amar Sangbad
ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫,

চরফ্যাশনে হাজারো মানুষের সাথে ইফতার করলেন জামায়াতের এমপি প্রার্থী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

মার্চ ১৬, ২০২৫, ০৯:০২ পিএম


চরফ্যাশনে হাজারো মানুষের সাথে ইফতার করলেন জামায়াতের এমপি প্রার্থী

ভোলার চরফ্যাশন উপজেলার চর কলমী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী চর কলমী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়েছে।

রোববার বিকালে ইউনিয়নের সাড়েক খালী এলাকায় আল-আমিন সোহাগ হাওলাদারের বাড়িতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার অনুষ্ঠানে “মাহে রমাদান” শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতে ইসলামীয়ের সাবেক আমীর ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

তিনি বলেন, “ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাজ থেকে অন্যায়, অবিচার ও জুলুম দূর করতে নৈতিক শিক্ষার বিকল্প নেই। একমাত্র আল-কোরআনের শিক্ষা আমাদের জন্য নৈতিক শিক্ষা।”

তিনি আরও বলেন, “আমাদের উদ্দেশ্য আগামী দিনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করা, এবং এজন্য সবাইকে ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধভাবে আসার আহ্বান জানাচ্ছি।”

চরকলমী ইউনিয়ন জামায়াতে ইসলামী‍‍`র আমীর ওবায়েদুল্লাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী‍‍`র কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ, চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী‍‍`র আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ পুরানা পল্টন অঞ্চল জামায়াতে ইসলামী‍‍`র সহকারী সেক্রেটারী মো. আল-আমিন সোহাগ হাওলাদার, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রমিজ উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী‍‍`র সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান প্রমুখ।

এই ইফতার মাহফিলে শিক্ষক, আইনজীবী, সমাজসেবক, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। এর আগে বিকাল ৩টায় পাশ্ববর্তী নজরুল নগর ইউনিয়নে জামায়াতে ইসলামী‍‍`র আয়োজনে বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে “মাহে রমাদান” শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

ইএইচ

Link copied!