চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৫, ০৯:০২ পিএম
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৫, ০৯:০২ পিএম
ভোলার চরফ্যাশন উপজেলার চর কলমী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী চর কলমী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়েছে।
রোববার বিকালে ইউনিয়নের সাড়েক খালী এলাকায় আল-আমিন সোহাগ হাওলাদারের বাড়িতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার অনুষ্ঠানে “মাহে রমাদান” শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতে ইসলামীয়ের সাবেক আমীর ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
তিনি বলেন, “ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাজ থেকে অন্যায়, অবিচার ও জুলুম দূর করতে নৈতিক শিক্ষার বিকল্প নেই। একমাত্র আল-কোরআনের শিক্ষা আমাদের জন্য নৈতিক শিক্ষা।”
তিনি আরও বলেন, “আমাদের উদ্দেশ্য আগামী দিনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করা, এবং এজন্য সবাইকে ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধভাবে আসার আহ্বান জানাচ্ছি।”
চরকলমী ইউনিয়ন জামায়াতে ইসলামী`র আমীর ওবায়েদুল্লাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী`র কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ, চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী`র আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ পুরানা পল্টন অঞ্চল জামায়াতে ইসলামী`র সহকারী সেক্রেটারী মো. আল-আমিন সোহাগ হাওলাদার, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রমিজ উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী`র সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান প্রমুখ।
এই ইফতার মাহফিলে শিক্ষক, আইনজীবী, সমাজসেবক, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। এর আগে বিকাল ৩টায় পাশ্ববর্তী নজরুল নগর ইউনিয়নে জামায়াতে ইসলামী`র আয়োজনে বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে “মাহে রমাদান” শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
ইএইচ