Amar Sangbad
ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫,

আব্দুল হালিম

জামায়াত বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র বানাতে চায়

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

মার্চ ১৬, ২০২৫, ০৯:১১ পিএম


জামায়াত বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র বানাতে চায়

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআনের আইনের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র বানাতে চায়। জামায়াতের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো কোরআন। আমাদের দেশে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ সকল ধর্মের মানুষ বাস করেন। কোরআনের মাধ্যমে আমরা যখন দেশ পরিচালনা করব, তখন প্রত্যেকেই তাদের অধিকার পাবে।"

তিনি রোববার বিকালে জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আয়োজনে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, "পবিত্র মাহে রমজানে কোরআন নাযিল হয়েছে। কোরআন মানবজাতির জন্য হেদায়াত। কোরআন মেনে চললে দেশে শান্তি আসবে। রোজাদারের জন্য দুইটি খুশি রয়েছে: একটি হলো ইফতার এবং অন্যটি হলো পবিত্র ঈদুল ফিতর। এছাড়া সবচেয়ে বড় খুশি হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের সুযোগ, যা সিয়াম সাধনের মাধ্যমে লাভ করা সম্ভব।"

মাগুরার শিশু আছিয়া হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবী করে তিনি বলেন, "আছিয়ার নৃশংস হত্যাকাণ্ড গোটা বিশ্বকে নাড়া দিয়েছে। এই হত্যাকাণ্ড আমরা কেউ মেনে নিতে পারি না। যারা এই অপরাধ করেছে তারা পশুর চেয়ে অধম। বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান আছিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং তাদের দায়িত্ব গ্রহণ করেছে।"

তিনি আরও বলেন, "সমাজে এসব অপরাধের মূল কারণ ইসলামের জ্ঞানের অভাব, কোরআনের শিক্ষার অভাব। আমরা যদি আমাদের সন্তানদের ইসলামী শিক্ষা না দিই, তবে এসব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অভিভাবকদের তাদের সন্তানদের দিকে বিশেষ নজর রাখতে হবে।"

অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশীদ। এছাড়া, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতীফ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।

আলোচনা শেষে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

ইএইচ

Link copied!