Amar Sangbad
ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫,

মাদারীপুরে ২০ হাজার ব্যবসায়ীকে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা

জাহিদ হাসান, মাদারীপুর

জাহিদ হাসান, মাদারীপুর

মার্চ ১৬, ২০২৫, ০৯:১৯ পিএম


মাদারীপুরে ২০ হাজার ব্যবসায়ীকে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর-২ আসনের এমপি প্রার্থী জাহান্দার আলী জাহান মাদারীপুর জেলার ২০ হাজার ব্যবসায়ীকে ঈদ শুভেচ্ছা কার্ড বিতরণ করেছেন।

রোববার সকালে শহরের পুরান বাজার ব্যবসায়ীদের মাঝে এসব কার্ড বিতরণ করেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।

এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাহান্দার আলী জাহান বলেন, "বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে এই বছর বড় কোন ইফতার আয়োজিত হয়নি। তবে জেলার প্রায় প্রতিটি ইউনিয়নে রোগমুক্তি কামনা করে ছোট ছোট ইফতার মাহফিল হচ্ছে। পাশাপাশি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলার প্রায় ২০ হাজার ব্যবসায়ীকে ঈদের শুভেচ্ছা কার্ড দেয়া হচ্ছে। এর মাধ্যমে তারেক রহমান ব্যবসায়ীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।"

পুরান বাজারের এক ব্যবসায়ী কালাম বলেন, “বিএনপির পক্ষ থেকে জাহান্দার ভাই আমাদের হাতে ঈদের শুভেচ্ছা কার্ড দিয়েছেন। এটা দীর্ঘদিন পর হলেও আমরা পেয়েছি। কারণ বিগত সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের মাঠে দাঁড়াতে দেয়নি। আশা করি, এবারে বিএনপি নির্বাচনে ভালো ফলাফল করবে।”

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাবুল হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু হাওলাদার, সাবেক দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ, ওলামা দলের আহ্বায়ক মিজানুর রহমান শরীফ প্রমুখ।

ইএইচ

Link copied!