Amar Sangbad
ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫,

চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের শিক্ষা বৃত্তি, ইফতার ও পুরস্কার বিতরণ

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মার্চ ১৬, ২০২৫, ০৯:৩২ পিএম


চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের শিক্ষা বৃত্তি, ইফতার ও পুরস্কার বিতরণ

রাঙামাটিতে বার্ষিক শিক্ষা বৃত্তি, শিক্ষা প্রণোদনা, সম্মাননা প্রদান, ইফতার সামগ্রী বিতরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৪টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে, উন্নয়ন বোর্ডের মাইনী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আমিনুর রশীদ বুলবুলের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, সদস্য (অর্থ) মো. জসিম উদ্দিন, সদস্য (পরিকল্পনা) সুমন বড়ুয়া, সদস্য (প্রশাসন) সুজন চৌধুরী, সদস্য (বাস্তবায়ন) মো. জাহিদ ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক জুয়েল বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা বলেন, "সব সরকারি প্রতিষ্ঠানে পেনশনের ব্যবস্থা নেই। তবুও আমরা বোর্ডের কর্মচারীরা যাতে পেনশন পান সে ব্যবস্থা করা হবে। কল্যাণ পরিষদ যাতে সবার মঙ্গলে কাজ করে, এই আশাবাদ ব্যক্ত করছি।"

ইএইচ

Link copied!