Amar Sangbad
ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫,

নাজিরপুরে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৫, ১১:৫২ এএম


নাজিরপুরে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত দাখিল মাদরাসা চত্বরে রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজিরপুর শাখার উদ্যোগে সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামী নাজিরপুর শাখার আমীর মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদের সঞ্চালনায় আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মাসুদ সাঈদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, উপজেলা জামায়াতে সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মাদ আলী সিকদার, নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলামিন খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মাহফুজুর রহমান, সহ সভাপতি মো. জাহিদুল হক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শেখ আবু হানিফ, সেক্রেটারি মো. সাকিবুল ইসলাম বাবু, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আবুল হোসেন, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

ইএইচ

Link copied!