Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫,

হবিগঞ্জে নারী কর্মচারীর সাথে অসদাচরণের অভিযোগ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মার্চ ১৭, ২০২৫, ০১:৪৩ পিএম


হবিগঞ্জে নারী কর্মচারীর সাথে অসদাচরণের অভিযোগ

হবিগঞ্জে একটি পোস্ট অফিসে কর্মরত এক নারী কর্মচারীকে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তার সাথে অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে।

গত ১১ মার্চ চুনারুঘাট পোস্ট অফিসের পোস্টাল অপারেটর (পোস্ট মাস্টার) আব্দুল আহাদের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন ভুক্তভোগী নারী কর্মচারী শেফা আক্তার।

অভিযোগে জানা গেছে, আহাদ তার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় শেফার সঙ্গে নানা ধরনের অসদাচরণ করেন।

বিষয়টি তদন্তের জন্য হবিগঞ্জ জেলা পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার জেনারেল মো. রাসেল লিখিত অভিযোগ পেয়েছেন এবং তিনি মৌলভীবাজার ও শ্রীমঙ্গল পোস্ট পরিদর্শক সূর্য লাল দাসকে সরেজমিন তদন্তের জন্য দায়িত্ব দেন।

অভিযোগকারী শেফা আক্তার আমার সংবাদকে জানান, তিনি একজন অসহায় নারী এবং একটি দুধের শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য তাকে সময় দেওয়া হয় না।

তার অভিযোগ, আহাদ তাকে নানাভাবে হয়রানি করে এবং কাজে অতিরিক্ত চাপ প্রয়োগ করেন।

শেফা বলেন, "আমাকে এক চেয়ারে বসে ৯টা থেকে ৫টা পর্যন্ত কাজ করতে হয় এবং যদি ১ মিনিট দেরি করি, আমাকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেন।"

এদিকে হবিগঞ্জ জেলা ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার মো. রাসেল জানিয়েছেন, তারা এ বিষয়ে তদন্ত শুরু করেছেন এবং প্রাথমিক তদন্তের পর আব্দুল আহাদকে সতর্ক করা হয়েছে।

এছাড়া, শেফাকে চুনারুঘাট পোস্ট অফিস থেকে সরিয়ে শায়েস্তাগঞ্জ পোস্ট অফিসে পাঠানোর প্রস্তাব উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

পোস্টাল ডিভিশনের পরিদর্শক সূর্য লাল দাস তদন্তে জানান, "অভিযোগটি পজিটিভ, তবে ঘটনাটি সম্পূর্ণভাবে এমন নয়। আব্দুল আহাদকে সতর্ক করা হয়েছে। দু-তিন দিনের মধ্যে শেফাকে চুনারুঘাট থেকে সরিয়ে অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা করা হবে।"

এছাড়া সূত্রে জানা গেছে, আব্দুল আহাদ একজন প্রভাবশালী ব্যক্তি এবং তিনি শ্রমিক লীগের হবিগঞ্জ জেলা-মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তিনি মাধবপুর পোস্ট অফিসে থাকাকালীন সময়ে বিভিন্ন বিতর্কিত কার্যকলাপে জড়িত ছিলেন এবং তার নামে অবৈধ সম্পত্তির অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী শেফা তার প্রতি এই অত্যাচারের বিরুদ্ধে সরকারের সদয় দৃষ্টি কামনা করেছেন।

ইএইচ

Link copied!