ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৫, ০২:২৮ পিএম
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৫, ০২:২৮ পিএম
টাঙ্গাইলের ঘাটাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯টি দোকান।
রোববার রাত ৮টার দিকে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের গারোবাজার বাসস্ট্যান্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের সহায়তায় ঘাটাইল ও মধুপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে আনুমানিক ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, প্রথমে একটি চা স্টল থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘাটাইল ও মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, গারোবাজারে আগুনে ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৪৫ লাখ টাকা হতে পারে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে, তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইএইচ