কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী
মার্চ ১৭, ২০২৫, ০২:৩২ পিএম
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী
মার্চ ১৭, ২০২৫, ০২:৩২ পিএম
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চলাচল করবে ১৭টি ফেরি ও ২২টি লঞ্চ।
সোমবার বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি ও লঞ্চসহ অন্যান্য জলযান চলাচল নিশ্চিত করতে এবং ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের যাতায়াত নির্বিঘ্নে করার লক্ষ্যে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।
তিনি জানান, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফিরতে ১৭টি ফেরি ও ২২টি লঞ্চ চলাচল করবে। সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন, এবং দৌলতদিয়া প্রান্তে চালু থাকবে ৩টি ঘাট।
এছাড়া, ঘাট এলাকায় যানজট মুক্ত ও যাত্রীদের হয়রানি রোধে জেলা পুলিশের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ আদালতের টিম।
সভায় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্বাস্থ্য, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, সড়ক বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচ