Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫,

পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৫, ০২:৫৪ পিএম


পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ সোহাগ হোসেন (৩৩) গ্রেপ্তার হয়েছেন। তিনি নাসির হোসেনের ছেলে।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পাংশা থানার পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সোহাগ হোসেনের বসতঘরের পশ্চিম পাশের খড়ের পালার ভিতর অভিযান চালায়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, অভিযানে সোহাগ হোসেনের বসতবাড়ি থেকে একটি ওয়ান শুটার গান, দুটি ব্ল্যাঙ্ক কার্তুজ, দুটি হাসুয়া, এবং একটি স্টিলের তৈরি ব্যাটন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সোহাগ হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!