Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫,

শেরপুরে গাড়ি চাপায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৭, ২০২৫, ০৩:০৭ পিএম


শেরপুরে গাড়ি চাপায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া হাইওয়ে সড়কের বিরইল নামক স্থানে একটি দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিরইল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুরের মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের মো. সোলেমান সরকারের পুত্র হৃদয় আহম্মেদ (২০), হৃদয় নওশের আলী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন, এবং একই গ্রামের মো. আব্দুল হাইয়ের পুত্র মো. শুভ আহম্মেদ (২০)।

আহত ব্যক্তি হলেন, বিরইল গ্রামের শাহীন আলমের পুত্র মো. সাগর আহম্মেদ, তিনি বর্তমানে ঢাকায় গার্মেন্টসে চাকরি করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন একসঙ্গে মোটরসাইকেলে মির্জাপুর হাইস্কুল কেন্দ্র থেকে নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুলতে যাচ্ছিলেন। পথে তাদের মোটরসাইকেলের গতি কম ছিল, তখন পিছন থেকে একটি পিকআপ গাড়ি ধাক্কা দিলে তাদের মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এতে নিহত হৃদয়ের ওপর দিয়ে গাড়ির চাকা চলে যায় এবং শুভ আহম্মেদের মাথা ফেটে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন কিন্তু পথেই দুজনের মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইএইচ

Link copied!