বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৫, ০৩:৫৩ পিএম
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৫, ০৩:৫৩ পিএম
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন বোয়ালমারী পৌরসভার রায়পুর গ্রামের জাহিদুল ওরফে কালা (৪০)।
সোমবার এসআই দেওয়ান শামিম খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
থানা সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে যৌথ বাহিনী রায়পুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদুলকে আটক করে। অভিযানের সময় তার বাড়ির সামনে মাটির নিচে কাগজে মোড়ানো অবস্থায় দুটি স্থান থেকে মোট ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, ইয়াবাসহ আটকের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে সোমবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ইএইচ