শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৫, ০৩:৫৬ পিএম
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৫, ০৩:৫৬ পিএম
সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ এক শিকারীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ স্টেশন থেকে শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজার ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে শিকারকৃত হরিণের মাংস, দুটি মাথা, দুটি চামড়া ও আটটি পা উদ্ধার করা হয়।
এ সময় শিকারী মো. বাবু আলমকে (২৭) আটক করা হয়।
জব্দকৃত হরিণের মাংস, মাথা, চামড়া, পা এবং আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধ বন্যপ্রাণী শিকার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান নিয়মিতভাবে চলবে।
ইএইচ