Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫,

শ্যামনগরে হরিণের মাংসসহ শিকারী আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৫, ০৩:৫৬ পিএম


শ্যামনগরে হরিণের মাংসসহ শিকারী আটক

সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ এক শিকারীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ স্টেশন থেকে শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজার ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে শিকারকৃত হরিণের মাংস, দুটি মাথা, দুটি চামড়া ও আটটি পা উদ্ধার করা হয়।

এ সময় শিকারী মো. বাবু আলমকে (২৭) আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস, মাথা, চামড়া, পা এবং আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধ বন্যপ্রাণী শিকার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান নিয়মিতভাবে চলবে।

ইএইচ

Link copied!