Amar Sangbad
ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫,

শিক্ষকের খামার থেকে গরু চুরি, পালানোর সময় ৩ চোর গ্রেপ্তার

জাহিদ হাসান, মাদারীপুর

জাহিদ হাসান, মাদারীপুর

মার্চ ১৭, ২০২৫, ০৪:০৯ পিএম


শিক্ষকের খামার থেকে গরু চুরি, পালানোর সময় ৩ চোর গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈরে এক কলেজ শিক্ষকের খামার থেকে গরু চুরি করে পালানোর সময় ৩ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোররাতে রাজৈর উপজেলার টেকেরহাট হাজী হাসমত ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

ভুক্তভোগী শ্যামল কান্তি গাইন (৫৮) কদমবাড়ি ইউনিয়নের নটাখোলা গ্রামের বাসিন্দা এবং গোপালগঞ্জ উলপুর এমএইচ খান ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মো. টুটুল (২৮), ফরহাদ (১৯) ও সোহেল (২৮)।

তাদের মধ্যে সোহেলের নামে ৫টি এবং টুটুলের নামে ২টি চুরির মামলা রয়েছে।

কয়েক বছর আগে শখের বসে গরুর খামার শুরু করেন শিক্ষক শ্যামল কান্তি গাইন। রোববার রাতে ৬টি গরু খামারে রেখে ঘুমিয়ে পড়েন তিনি। রাত আনুমানিক দেড়টার দিকে বাছুরের ডাক শুনে ঘুম ভেঙে যায়। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে গরুর ডাক আরও বাড়লে তিনি খামারে গিয়ে দেখেন, ৫টি গরু চুরি হয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় গরু চুরির বিষয়টি দ্রুত বিভিন্ন স্থানে জানানো হয়।

পরবর্তীতে তথ্যের ভিত্তিতে স্থানীয়রা ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাক (নম্বর: ঢাকা মেট্রো ড-১৪-৮৮০২) আটক করে। ট্রাকে চুরি যাওয়া গরুগুলো পাওয়া যায় এবং পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ চোরকে গ্রেপ্তার করে, তবে বাকিরা পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত সোহেল জানান, তিনি এইচএসসি পাস করে চাকরির জন্য ১০ লাখ টাকা দেন, কিন্তু প্রতারণার শিকার হন। এরপর জীবিকা নির্বাহের জন্য চুরির পথে নামেন। তিনি আরও জানান, এর আগে দিনের বেলায় চুরি করলেও রাতে চুরির অভিজ্ঞতা এই প্রথম। তারা মোট ৮ জন ছিলেন, তবে ৫ জন পালিয়ে যায়।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, ৫টি গরুসহ ৩ চোরকে আটক করা হয়েছে এবং চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!