Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫,

কুড়িগ্রামে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

মার্চ ১৭, ২০২৫, ০৫:৪৫ পিএম


কুড়িগ্রামে সাংবাদিকদের তিন দিনব্যাপী  প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (পিআইবি)‍‍`র আয়োজনে কুড়িগ্রাম জেলার সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ)  দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে সাংবাদিকদের পিআইবির বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন, প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

অনুষ্ঠানে কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহফুজার রহমান খন্দকার  এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত প্রমুখ।

বুনিয়াদি প্রশিক্ষণে কুড়িগ্রামের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ৩৫ জন সাংবাদিককে সনদ বিতরণ করা হয়।

আরএস  

Link copied!