Amar Sangbad
ঢাকা বুধবার, ১৯ মার্চ, ২০২৫,

ডাসারে মানবপাচার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:

মার্চ ১৮, ২০২৫, ০৫:০২ পিএম


ডাসারে মানবপাচার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মাদারীপুরের ডাসারে একাধিক  মানবপাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বর(৫৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে র‌্যাব গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গ্রেফতারকৃত ফরহাদ মাতুব্বর উপজেলার গোপালপুর গ্রামের মৃত হামিজউদ্দিন মাতুব্বরের ছেলে এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মঙ্গলবার(১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।

জানাগেছে, মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার গ্রামের সাধারণ মানুষকে লিবিয়া দিয়ে ইউরোপের দেশ ইতালি পৌঁছে দেয়ার প্রলোভন দেখিয়ে  মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।লিবিয়ায় গিয়ে নিখোঁজ রয়েছেন অনেকেই।কেউ নির্যাতনের শিকার হয়ে সর্বস্বান্ত  হয়ে দেশে ফিরছেন। পরে তার নামে ভুক্তভোগী পরিবার ডাসার ও কালকিনি থানায় মামলা দায়ের করেন।মামলা হলে তিনি আত্মগোপনে চলে যায়।পরে গত রোববার বিকেলে র‌্যাব এর একটি দল রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, মানবপাচার ও দমন আইনের একাধিক মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে র‌্যাবের সহায়তায় গ্রেফতার করে থানা হাজতে নিয়ে আসা হয়।গ্রেফতারকৃত আসামিকে আজ মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিআরইউ
 

Link copied!