Amar Sangbad
ঢাকা বুধবার, ১৯ মার্চ, ২০২৫,

৩৭ লাখ টাকা উদ্ধার হওয়া সেই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৯, ২০২৫, ১১:২৮ এএম


৩৭ লাখ টাকা উদ্ধার হওয়া সেই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত

গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কর্মস্থল ত্যাগ করার অভিযোগ রয়েছে। এ ছাড়া গাড়িতে অবৈধ অর্থ বহন ও তা যৌথবাহিনী কর্তৃক জব্দ করার বিষয়টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।

নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) ও (ঘ) অনুসারে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। ২০১৮ এর বিধি ১২ (১) অনুসারে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাবেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোষ্টে তল্লাশীকালে ৩৬ লাখ ৯৪ হাজার টাকা  প্রাইভেট কারসহ গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামকে আটক করে সিংড়া থানায় নেওয়া হয়।

এসময় নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম পুলিশকে জানান, রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালায় পুলিশ। এসময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রঙয়ের প্রাইভেটকারকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। পরে ওই প্রাইভেট কার তল্লাশিকালে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, সিংড়ার ইউএনও মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সনজয় কুমার সরকার, নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমানসহ সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে যায় এবং অভিযান পরিচালনা করে। প্রাইভেট কার তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পান।

বিষয়টি সন্দেহজনক হওয়ায় টাকা ও প্রাইভেটকারটি জব্দ করে ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেওয়া হয়। এসময় সামিউল ইসলাম দাবি করেন, তিনি জমি বিক্রির টাকা নিয়ে গাইবান্ধা থেকে রাজশাহীর নিজ বাসায় নিয়ে যাচ্ছিলেন।

কিন্তু এ সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ দিতে ব্যর্থ হন। বিষয়টি পুলিশ দুদককে জানায় এবং শুক্রবার সন্ধায় টাকা ও প্রাইভেট কারটি জব্দ দেখিয়ে শর্ত সাপেক্ষে ছাবিউল ইসলামকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়।

এরপর  জব্দ করা প্রায় ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। গত রবিবার বিকেলে নাটোরের সিংড়া আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এ আদেশ দেন।

এসব ঘটনার পর মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে প্রকৌশলী ছাবিউল ইসলামকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে প্রকৌশলী ছাবিউল ইসলামের সঙ্গে মোবাইলে সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নি।

বিআরইউ

Link copied!