রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:
মার্চ ১৯, ২০২৫, ০১:১৫ পিএম
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:
মার্চ ১৯, ২০২৫, ০১:১৫ পিএম
পার্বত্য রাঙামাটিতে ৩০৫পদাধিক রিজিয়নের অধীন কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর তত্ত্বাবধানে রাজস্থলী উপজেলার দুর্গম হাজী পাড়া, তালুকদার পাড়া ও কংসাইগো পাড়া এলাকার হতদরিদ্র গৃহহীন পরিবারের মাঝে সেনাবাহিনী কর্তৃক বসত ভিটায় নতুন ৩টি গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে।
তাদের মধ্যে তালুকদার পাড়ায় সুইকেচিং মারমা, কংসাইগো পাড়ার মহিলা মাএসিং মারমা ও হাজী পাড়ার বৃদ্ধ আলী হোসেন কে এ নতুন ঘর তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৪টার সময় রাজস্থলী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর হাসিব ইমাম এর নেতৃত্বে এ অসহায়দের মাঝে নির্মিত ঘর ও ঘরের চাবি বিতরণ করেন।
এ সময় রাজস্থলী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাসুদুল আলম উপস্থিত ছিলেন।
এতদিন একটা ভাল ঘরের অভাবে দীর্ঘ দিন যাবত রৌদ্র, বৃষ্টি ও শীতের তীব্রতায় কষ্ট পাওয়া অসহায় পাহাড়ি বাঙালি পরিবার তিন টিকে কাপ্তাই সেনা জোন হতে তৈরি করে দেওয়া নতুন ঘর পেয়ে আনন্দে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর লক্ষ্যে কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় কাপ্তাই সেনা জোন প্রত্যন্ত দুর্গম এলাকায় গৃহহীন মানবেতর জীবন যাপনকারীদের অসহায়ত্বের কথা বিবেচনা করে কাপ্তাই সেনা জোন এই মহতী উদ্যোগ গ্রহণ করেন।
কাপ্তাই সেনা জোন রাজস্থলীর হাজি পাড়া, তালুকদার পাড়া ও কংসাইগো পাড়া এলাকা ছাড়াও জোনের আওতাধীন গৃহহীন আরো ১২/১৪ টি পরিবারের ঘর নির্মাণের উদ্যোগ হাতে নিয়েছে। অদূর ভবিষ্যতেও পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী হত দরিদ্রদের পাশে থাকবে বলে জানিয়েছেন কাপ্তাই সেনা জোন অধিনায়ক।
বিআরইউ