Amar Sangbad
ঢাকা বুধবার, ১৯ মার্চ, ২০২৫,

ময়মনসিংহে ভিজিএফ’র চাল পাচ্ছে ৩ লাখ ৬৩ হাজার পরিবার

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মার্চ ১৯, ২০২৫, ০৫:০৩ পিএম


ময়মনসিংহে ভিজিএফ’র চাল পাচ্ছে ৩ লাখ ৬৩ হাজার পরিবার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ময়মনসিংহে  গরীব, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর আওতায় ৩ লাখ ৬২ হাজার ৩৬৪ জন হত-দরিদ্র দুস্থ পরিবারকে বিনামূল্যে ৩৬২৭.০৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। জনপ্রতি হত-দরিদ্ররা ১০ কেজি করে চাল পাবেন ঈদের আগেই।

উপজেলা ও পৌরসভা পর্যায়ে হতদরিদ্র পরিবারগুলোর মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. রেজাউল করিম। ময়মনসিংহের   ১৩টি উপজেলা ও ১০টি পৌরসভার গরিব-দুস্থ পরিবারগুলো পাবে ভিজিএফের আওতায় ১০ কেজি করে চাল। ঈদুল ফিতর উপলক্ষ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খাদ্যশস্য সহায়তা বিতরণ করা হবে। সরকার প্রতি ঈদে (ঈদুল ফিতর ও ঈদুল আযহা) ভিজিএফের আওতায় সারা দেশে হতদরিদ্র-দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল দিয়ে আসছে।

এজন্য জেলা প্রশাসক  বরাবরে ঈদের আগেই ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়। গ্রামের গরিব, অসহায় পরিবারগুলো  ঈদে কষ্টে না পড়ে এজন্য  এই বরাদ্দ দেয়া হয়।  ময়মনসিংহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী রেজাউল করিম জানান  ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফের আওতায় ময়মনসিংহের  ১৩টি উপজেলা ও ১০টি পৌরসভা পর্যায়ে ৩ লাখ ৬২ হাজার ৭০৪ জন হত-দরিদ্র দুস্থ পরিবারকে বিনামূল্যে ৪৫৩৩.৬৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। হতদরিদ্র-দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল দেয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে চাল বরাদ্দের চিঠি এসেছে। জেলার ১৩টি উপজেলার ১৫৫টি ইউনিয়ন ও ১০টি পৌরসভার মাধ্যমে ঈদুল ফিতরের আগেই বিতরণ করা হবে বরাদ্দকৃত ভিজিএফ খাদ্যশস্য এর চাল।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য অনুযায়ী, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এই খাদ্য সহায়তা বিতরণ করা হবে। পৌরসভার ক্যাটাগরি অনুযায়ী বরাদ্দ দেয়া হয়েছে। পৌরসভার প্রশাসক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপকারভোগীদের তালিকা তৈরি করবেন। উপজেলা কমিটির মাধ্যমে তা বিতরণ করা হবে। মন্ত্রণালয় থেকে নির্দেশনা রয়েছে, বিভিন্ন দুর্যোগের শিকার হয়ে খাদ্য সংকটে থাকা লোকজন, দিনমজুর, গৃহহারা মানুষ অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা পাবে।

এছাড়া অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী বিশেষ অগ্রাধিকার  সহায়তা দেওয়ার জন্য বলা হয়েছে। জেলা প্রশাসক মুফিদুল আলম জানান ভিজিএফ চাল বিতরণে অনিয়ম পাওয়া গেলে দ্রুত  ব্যবস্থা নেওয়া হবে।

বিআরইউ

Link copied!