Amar Sangbad
ঢাকা বুধবার, ১৯ মার্চ, ২০২৫,

কক্সবাজারে অস্ত্রসহ যুবক আটক

মো. আবদুল হালিম, কক্সবাজার

মো. আবদুল হালিম, কক্সবাজার

মার্চ ১৯, ২০২৫, ০৭:৪৬ পিএম


কক্সবাজারে অস্ত্রসহ যুবক আটক

কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন ইসলামাবাদ লারপাড়া এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

মঙ্গলবার সন্ধ্যায় নিজ এলাকা থেকে শরিফুল ইসলাম সজীব (২৮) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি পশ্চিম লারপাড়া এলাকার মৃত আবুল খায়েরের পুত্র।

বুধবার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের আওতাভুক্ত ইসলামাবাদ এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার খবর পেয়ে র‍্যাব কক্সবাজার ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে শরিফুল ইসলাম সজীবকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দেশীয় তৈরি একটি কঠের বাটযুক্ত এলজি, দুই রাউন্ড ১২ বোর তাজা সিসা কার্তুজ ও এক রাউন্ড বার বোর কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মামালা দায়ের করে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!