Amar Sangbad
ঢাকা বুধবার, ১৯ মার্চ, ২০২৫,

চট্টগ্রাম বন গবেষণা ইনস্টিটিউটে ১৮ কোটি টাকার ভবন নির্মাণে গাছ কর্তন

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

মার্চ ১৯, ২০২৫, ০৭:৫১ পিএম


চট্টগ্রাম বন গবেষণা ইনস্টিটিউটে ১৮ কোটি টাকার ভবন নির্মাণে গাছ কর্তন

চট্টগ্রামের বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) ১৮ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার টাকার ভবন নির্মাণের জন্য ছোট-বড় ৯৭টি গাছ কর্তন করেছে।

তবে, খাতায় কলমে ৭৭টি গাছ হিসাব করা হয়েছে, বাকি গাছগুলো মূলত জায়গা পরিষ্কার করার জন্য কর্তন করা হয়েছে বলে দাবি করছে বন গবেষণা কর্তৃপক্ষ।

গাছ বিক্রি করে সরকার রাজস্ব পেয়েছে ১০ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা।

বিএফআরআই কর্তৃপক্ষের দাবি, গবেষণাগারের ৬ তলা ভবন নির্মাণের জন্য কোন উপযুক্ত জায়গা না পাওয়ার অজুহাতে গাছ কাটা হয়েছে।

এদিকে, পরিবেশকর্মীরা গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানালেও কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

আমার সংবাদের সাথে কথা বলার সময় প্রকল্প পরিচালক জাকির হোসাইন বলেন, "সব নিয়ম মেনে গাছ কেটেছি।"

ভবন নির্মাণের জন্য গাছ কাটার বিষয়ে তিনি স্বীকার করে বলেন, "যেহেতু অন্য কোথাও জায়গা পাওয়া যায়নি, তাই এই স্থানটি নির্ধারণ করা হয়েছে।"

গাছ কাটার পরিপ্রেক্ষিতে প্রশ্ন করলে তিনি জানান, "প্রতি গাছের বিপরীতে ১০টি গাছ লাগানোর নির্দেশনা রয়েছে," এবং তার পাশেই দাঁড়িয়ে থাকা একজন ইশারা করে জানান, "এখানে গাছ লাগানো হয়েছে।"

জাকির হোসাইন আর্র বলেন, "প্রায় ৫৯ শতাংশ জায়গা থেকে গাছ কর্তন করা হয়েছে এবং ভবন নির্মাণ করা হচ্ছে।"

তবে, নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র জানান, গাছ কাটার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবন নির্মাণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট কমিশন সুবিধা গ্রহণ করছেন।

এছাড়া, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সঠিক পরিকল্পনা অনুসরণ করবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। বিএফআরআই ও বন অধিদপ্তর দুটি প্রতিষ্ঠান এই প্রকল্পে জড়িত রয়েছে।

২০২১ সালের জুনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭৮ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন দেয়। এর পর স্থাপত্য অধিদপ্তর নকশা তৈরি করে এবং অনুমোদন নেয় গণপূর্ত অধিদপ্তর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। ভবনটি নির্মাণের দায়িত্ব পেয়েছে প্রোপার্টি ডেভেলপমেন্ট (পিডিএল) নামের একটি প্রতিষ্ঠান। ২০২৬ সালের মাঝামাঝিতে ভবনটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে, এবং পুরো গবেষণা প্রকল্প ২০২৭ সালের জুন মাসে শেষ হওয়ার আশা করা হচ্ছে।

ইএইচ

Link copied!