Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫,

গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিবকে দল থেকে বহিষ্কার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

মার্চ ১৯, ২০২৫, ০৮:১৩ পিএম


গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিবকে দল থেকে বহিষ্কার

দলবল নিয়ে অফিস চলাকালীন পৌরসভায় প্রবেশ করে এক কর্মচারীকে মারধরের ঘটনায় সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদ মিয়াকে দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ মার্চ পৌরসভা কার্যালয়ে ফরিদ মিয়া তার দলবল নিয়ে প্রবেশ করে পৌর কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারকে মারধর করেন।

গত ১৬ মার্চ তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়, তবে তিনি নোটিশের কোনো জবাব দেননি। নোটিশ পাওয়ার পরও ফরিদ মিয়া আবারও দলবল নিয়ে গিয়াস উদ্দিন খন্দকারের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন।

এ ঘটনায় তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!