Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫,

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

মার্চ ১৯, ২০২৫, ০৮:৫৪ পিএম


খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আঞ্চলিক সংগঠন প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী সুবি ত্রিপুরাকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বোন তারাবতী ত্রিপুরা আহত হয়েছেন।

বুধবার সকালে মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী দুর্গম তাইন্দং ইউনিয়নের হেডম্যানপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সুবি ত্রিপুরা হেডম্যানপাড়ার বাসিন্দা বাসনা ত্রিপুরার ছেলে, আর আহত তারাবতী ত্রিপুরার স্বামীর নাম ধন ত্রিপুরা।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেন, সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) একদল সশস্ত্র সদস্য তাইন্দংয়ের হেডম্যানপাড়ায় ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সুবি ত্রিপুরা ঘটনাস্থলেই নিহত হন। হামলাকারীদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে তারাবতী ত্রিপুরা (২০) কপালে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা হয়েছে। তবে দুর্গম ও সীমান্তবর্তী এলাকা হওয়ায় পুলিশ এখনও সেখানে পৌঁছাতে পারেনি।

ইএইচ

Link copied!