অভয়নগর (যশোর) প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৫, ০৮:৫৯ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৫, ০৮:৫৯ পিএম
যশোরের অভয়নগর উপজেলায় ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতারের বিরুদ্ধে বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন পুস্প রাণী অধিকারী নামের এক বৃদ্ধা।
পুস্প রাণী অধিকারীর অভিযোগ, তার ভাই নারায়ণ চন্দ্র অধিকারী ছিলেন বয়স্ক ভাতাভোগী। তার মৃত্যুর পর সমাজকর্মী রেবেকা আখতার তার বৌদির নামে বই করার কথা বলে সেটি নিয়ে নেন এবং বইয়ে জমা থাকা আট হাজার টাকা আত্মসাৎ করেন। পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বইটি অন্য নামে করিয়ে দেন। এছাড়া, তার মা রেনু বালা অধিকারীর মৃত্যুর পর তিনি নিজ নামে ভাতার বই করার জন্য আবেদন করলেও রেবেকা আখতার তাতে বাধা দেন এবং বইটি অন্য কারও নামে করিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।
স্থানীয়রা জানিয়েছেন, বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ আগেও শোনা গেছে। তবে এবার সরাসরি লিখিত অভিযোগ দায়ের করায় বিষয়টি প্রশাসনের নজরে এসেছে।
অভিযুক্ত সমাজকর্মী রেবেকা আখতার অভিযোগ অস্বীকার করে বলেন, "এটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ও বানোয়াট অভিযোগ। কয়েক বছর আগের একটি ঘটনা নিয়ে আমাকে ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে।"
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী জানান, "পুস্প রাণী অধিকারীর অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুককে দায়িত্ব দেওয়া হয়েছে।"
ইএইচ