Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫,

কালিয়াকৈরে বিনামূল্যে ১০২টি গরু বিতরণ

কারিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

কারিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

মার্চ ২০, ২০২৫, ০২:৩৪ পিএম


কালিয়াকৈরে বিনামূল্যে ১০২টি গরু বিতরণ

গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে উপজেলার ফুলবাড়িয়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুর রহমান।

এই সময় সভাপতিত্ব  করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী সদস্যরা।

পরে ৫১ জনকে ৫১টি ষাঁড় গরু ও ৫১ জনকে বকনা বাছুর গরু দেওয়া হয়, মোট ১০২ জনকে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, আমাদের কালিয়াকৈর উপজেলায় সর্বমোট ১,৪১৯ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে সকল নিবন্ধিত ব্যক্তি সহযোগিতা পাবেন।

বিআরইউ
 

Link copied!