Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫,

ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত শিক্ষক গ্রেপ্তার

ভাঙ্গুড়া প্রতিনিধি

ভাঙ্গুড়া প্রতিনিধি

মার্চ ২০, ২০২৫, ০৪:৩৪ পিএম


ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত শিক্ষক গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল হোসেন মাষ্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের বোয়ালমারী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

তিনি ওই গ্রামের আজগর আলীর ছেলে এবং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আবুল হোসেনের বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের (এনআই অ্যাক্ট) ১৩৮ ধারায় পাবনা আদালতে একটি মামলা বিচারাধীন ছিল। আদালত মামলার বিচারিক প্রক্রিয়া শেষে তাকে এক বছরের কারাদণ্ড এবং ৩০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। তবে তিনি দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওসি আরও জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা আবুল হোসেনের অবস্থান সম্পর্কে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!