Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ মার্চ, ২০২৫,

লোহাগড়ায় নদীতে ডুবে কিশোরীর মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

মার্চ ২০, ২০২৫, ০৪:৫৯ পিএম


লোহাগড়ায় নদীতে ডুবে কিশোরীর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে নবগঙ্গা নদীতে ডুবে মৃত্যু হয়েছে এক কিশোরীর।

বৃহস্পতিবার দুপুরে সাথীদের সঙ্গে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে মৃত্যুবরণ করেন কিশোরী আয়শা।

সূত্রে জানা যায়, আয়শা (১০) কিশোরগঞ্জ জেলার রফিক শেখের মেয়ে। মৃত আয়শার বাবা রফিকুল ইসলাম ও মা শিল্পী বেগম উভয় সৌদি প্রবাসী। আয়শা ছোটবেলা থেকে পাচুড়িয়া গ্রামের খালু আব্দুল মান্নান শেখের বাড়িতে খালার কাছে লালিত-পালিত হচ্ছিল। আয়শা পাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ছিল।

গোসল করতে গিয়ে এক পর্যায়ে নদীর স্রোতে তলিয়ে যায়। সাথীদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ খালেদ সাইফুল্লাহ বেলাল তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ইএইচ

Link copied!